নানা অজুহাতে নির্বাচন থেকে দূরে থাকছে বিএনপি
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
নানা-অজুহাতে-নির্বাচন-থেকে-দূরে-থাকছে-বিএনপি
এদিকে আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত আসামিরা কেউ নির্বাচন করতে পারবেন না। প্রশ্ন উঠেছে, তাহলে কাকে সামনে রেখে নির্বাচন করবে বিএনপি? এতিমের অর্থ আত্মসাৎ করার কারণে সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া। অন্যদিকে ১০ ট্রাক অস্ত্র পাচার মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান।
জানা গেছে, জিয়া পরিবারের বাইরে অন্য কোনো নেতাকে দলের দায়িত্ব দিতে নারাজ খালেদা-তারেক। কারণ তারা জানেন, দলের দায়িত্ব হাতছাড়া হলে রাজনীতির মাঠে তাদের অস্তিত্ব থাকবে না।
বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি জনগণকে ভয় পায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না- এটা খুব ভালো করে জানেন দলটির নেতারা।
তারা আরো বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন তারেক জিয়া। সন্ত্রাস-জঙ্গিবাদ-দুর্নীতি এগুলোই হলো বিএনপি পরিচয়। তাদের মানুষ কেন ভোট দেবে? অগ্নি সন্ত্রাস করে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার দল বিএনপি- সেই অগ্নিদগ্ধ মানুষ এবং আপনজন হারা স্বজনদের ব্যথা জনগণ ভুলে যায়নি। এই অপরাধী বিএনপিকে জনগণ ভোট দেবে না। তাই তারা নির্বাচন এবং নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে অপপ্রচার করছে।