শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমনে একমত থাকতে হবে: ইনু

প্রকাশিত : ০২:০৫ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার

জঙ্গি-সাম্প্রদায়িক-গোষ্ঠী-দমনে-একমত-থাকতে-হবে-ইনু

জঙ্গি-সাম্প্রদায়িক-গোষ্ঠী-দমনে-একমত-থাকতে-হবে-ইনু

সম্পর্কিত খবর সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্ধ-বিরোধ যতই থাকুক না কেনো বাংলাদেশের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দমন-বর্জনে একমত থাকতে হবে।

তিনি বলেন, পাকিস্তানপন্থীদের বগলের নিচে রেখে যারা ক্ষমতা ও নির্বাচনকে নিয়ে রাজনীতির মাঠে হৈচৈ করছে, তারা রাষ্ট্রের চিরশত্রুদের আড়াল ও হালাল করার চেষ্টা করছে।

শুক্রবার (৪ মার্চ) নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। তাই এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্যরোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন করতে হবে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির এই সভায় বক্তব্য রাখেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আশিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, হারুন-অর-রশিদ প্রমুখ।