জাফরুল্লাহ থাকলে মির্জা ফখরুলের ‘না’
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
জাফরুল্লাহ-থাকলে-মির্জা-ফখরুলের-না
সম্প্রতি মহানগর পর্যায়ের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, জাফরুল্লাহ বিএনপির কেউ নন। নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য তার একান্ত নিজস্ব।
অবশ্য জাফরুল্লাহ সাংবাদিকদের বলেন, তার অনুষ্ঠানে বিএনপি নেতারা না এলে সেটা তাদের নিজস্ব বিষয়। জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি তাদের ভুল বুঝতে পারছে না। অনুধাবন করতে পারছে না কে তাদের বন্ধু আর কে শত্রু।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি আয়োজিত জাতীয় পতাকা দিবসের অনুষ্ঠানে জাফরুল্লাহ উপস্থিত থাকায় আসেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল তার।
আরো পড়ুন> জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
তবে অনুষ্ঠান চলাকালে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির গণমাধ্যমে ক্ষুদে বার্তায় জানান, মঙ্গলবার রাত থেকে বিএনপি মহাসচিব শারীরিকভাবে অসুস্থতাবোধ করছেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি অনুষ্ঠানে যেতে পারেননি।
জেএসডির অনুষ্ঠানে বিএনপি মহাসচিব উপস্থিত না হওয়ায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানের ইনভাইটেশন কার্ডে জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলামের নাম লেখা। এ দুইজন একসঙ্গে আসবেন নাকি? বহুদিন ধরে দেখছি, আসেন না।
মান্না বলেন, আমি জানি না ফখরুল সাহেব কেন আসেননি। তিনি অসুস্থতার কথা বলছেন, হয়তো এ জন্যই আসেননি।
কয়েক মাস আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বারবার বলেছি, তারেক তুমি দুই বছর চুপচাপ বসে থাকো। পারলে বিদেশে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও। জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা তার প্রতিবাদ জানান।