শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

নির্বাচনে-অংশগ্রহণ-নিয়ে-লুকোচুরি-করছে-বিএনপি

নির্বাচনে-অংশগ্রহণ-নিয়ে-লুকোচুরি-করছে-বিএনপি

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এর সঙ্গে দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কোনো মিল নেই। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক ধরনের লুকোচুরি করছে বিএনপি।

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও বাস্তব অবস্থা তেমন নয়। বরং বাস্তবে বিএনপি নির্বাচনের লক্ষ্য নিয়েই কাজ করছে।

এ সম্পর্কে বিএনপির একাধিক নেতা বলেন, তারা আশাবাদী যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারবেন। এ লক্ষ্যেই তারা আন্দোলন এবং নির্বাচন- দুটি কাজই একসঙ্গে করছেন।

তারা আরো বলেন, শেষ পর্যন্ত হয়তো বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে না এবং এটি বিএনপিতে বড় ধরনের ভাঙনের সৃষ্টি করবে। বিএনপির একটি বড় অংশই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং দলের অস্তিত্ব টেকাতে আগামী নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে।

আরো পড়ুন>>> আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: ওবায়দুল কাদের

বিএনপির অনেক নেতাই মনে করেন, ২০১৪ সালের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে দলের এ পরিস্থিতি হতো না। এবার যেমন কয়েকজন সদস্য সংসদে থাকার কারণে বিএনপি অনেকগুলো কথা বলতে পারছে এবং সংসদে সরকারের সমালোচনা করা যাচ্ছে।

একইভাবে বিএনপির নেতারা এটাও মনে করেন যে, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে স্বতন্ত্রভাবে বিএনপি জয়ী হওয়ার ফলে সংগঠনই শেষ বিচারে লাভবান হয়েছে। আর এসব বিবেচনা থেকে বিএনপি মনে করছে যে, বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এত সহজ ব্যাপার হবে না। এবার লন্ডন থেকে কোনো বার্তা আসলেই বিএনপির সব নেতা নির্বাচন থেকে হাত-পা গুটিয়ে বসে থাকবে- এমনটি ভাবার কোনো কারণ নেই। বরং সেই নির্দেশ অমান্য করেই বিএনপি হয়তো নির্বাচনমুখী হবে। 

এ বিষয়ে বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বর্তমান সময়ে বিএনপির মধ্যে একটা শক্ত মেরুকরণ চলছে। বিশেষ করে তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপিতে এক ধরনের চাপা ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। তার স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতান্ত্রিকভাবে দল পরিচালনার বিরুদ্ধে দলের শীর্ষ নেতারা যেমন ক্ষুব্ধ, তেমনি ক্ষুব্ধ দলের কর্মীরাও। আর একারণেই শেষ পর্যন্ত তারেক জিয়াকে বাদ দিয়েই হয়তো বিএনপি নির্বাচনে যাবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি ২ বছরেরও কম সময়। তাই এ সময়ে বিএনপি কীভাবে নির্বাচনে যাবে, সেটি বুঝতে গেলে আরো কিছু সময় অপেক্ষা করতেই হবে।