শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেসব কারণে নির্বাচনে যেতে চায় না বিএনপি

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

যেসব-কারণে-নির্বাচনে-যেতে-চায়-না-বিএনপি

যেসব-কারণে-নির্বাচনে-যেতে-চায়-না-বিএনপি

এক কালো অধ্যায়ের মাধ্যমে গঠিত বিএনপি প্রায় ১৫ বছর ক্ষমতার বাইরে থাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর সে কারণেই নির্বাচন ঘনিয়ে আসলে নানা তালবাহনা শুরু করে দেয় এই দলটি।

এখন পর্যন্ত এ দেশের মানুষকে কিছুই দেয়নি বিএনপি। আর তাই জনগণ এই জনবিচ্ছিন্ন দলকে ভোট দেবে না। এটি তারা ভালোভাবেই জানে। তাই বিএনপি কেন নির্বাচনে যেতে আগ্রহী নয়, এই বিষয়টি এখন পানির মতোই পরিষ্কার।

রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীদের মতে, রাজনীতিতে নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো নেতা নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে দণ্ডপ্রাপ্ত হলে পৃথিবীর কোনো দেশেই তিনি রাজনীতি করতে কিংবা নির্বাচনে অংশ নিতে পারেন না। খালেদা জিয়া যে অপরাধের কারণে দণ্ডপ্রাপ্ত, এটি শুধু নৈতিক স্খলনজনিত অপরাধই নয়, এতিম শিশুদের কল্যাণে রক্ষিত অর্থ আত্মসাতের কারণে দণ্ডপ্রাপ্ত। এই ধরনের জঘন্য অপরাধের অভিযোগ পৃথিবীর খুব কম রাজনীতিবিদের বিরুদ্ধেই শোনা যায়। 

আমাদের সংবিধান ও আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে পারেন না। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরইমধ্যে খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল তারেক জিয়া। সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নেতাকর্মী নিহত হন। 

আরো পড়ুন>>> খালেদা-তারেক অংশ নিতে পারবে না বলে বিএনপি নির্বাচনই চায় না: তথ্যমন্ত্রী

২১ আগস্ট খুনের দায়ে তারেক জিয়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক ঠাণ্ডা মাথার এই খুনি দুর্নীতির মামলায়ও ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং আরেক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাই সংবিধান ও আইন অনুযায়ী খুনি তারেক জিয়াও নির্বাচন করতে পারবে না।

তারা আরো জানান, বিএনপি এ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করার লক্ষ্যে ১০ ট্রাক অবৈধ অস্ত্রপাচার করতে গিয়ে ধরা পড়েছিল। বাংলাদেশের মানুষ জানে, বিএনপির হাতে এ দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়।

বিএনপি-জামাত জোট সরকারের সময় এ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারেক জিয়া। সেই অবৈধ টাকাই এখন বিদেশে লবিস্টের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
 
বিএনপি নেতারা জানেন, তাদের দুর্নীতি, দুঃশাসন আর জনবিচ্ছিন্নতার কারণে মানুষ বিএনপিকে ভোট দেবে না। বিএনপি মধ্যযুগীয় কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। অগ্নিদগ্ধদের কষ্টের কথা, অগ্নিসন্ত্রাসে স্বজন হারানো মানুষের কান্না কি দেশের জনগণ ভুলে গেছে? ঐ নারকীয় অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি। বিএনপি নামক অগ্নিসন্ত্রাসীদের মানুষ সে কারণেই ভোট দেবে না।

বিএনপি আরো জানে, তাদের জন্য মানুষের কাছে কেবল ঘৃণাই রয়েছে, মানুষ তাদের বিশ্বাস করে না। আর সে কারণেই তারা নির্বাচনে যেতে চায় না।