সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মারমারা, এ যেন পাখিদের সাম্রাজ্য

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

মারমারা-এ-যেন-পাখিদের-সাম্রাজ্য

মারমারা-এ-যেন-পাখিদের-সাম্রাজ্য

সম্পর্কিত খবর ভ্রমণ ফিচার লেখার কিছু টিপস সকালের সূর্যটা আধো আধো করে উঠবে। রক্তিম আকাশ ধীরে ধীরে হবে নীল। আধো আলো, আধো ছায়ায় ভাসবে পরিবেশ। বইবে শীতল বাতাস। সকালে প্রাত ভ্রমণে বের হবে স্থানীয় বাসিন্দারা। সেখানেই পাশ দিয়ে বয়ে যাচ্ছে সমুদ্র। ছোট ছোট ঢেউ আলতো করে আছড়ে পড়বে তীরে। তার উপর উড়ে বেড়াবে হরেক প্রকারের পাখি। এ যেন এক স্বপ্নের রাজ্য। দৃশ্যটি তুরস্কের ইস্তাম্বুলের মারমারা সমুদ্র সৈকতের।

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসে। এখানকার পাখিগুলো যেন মানুষের কাছে যুগ যুগ ধরে পরিচিত। পাখি আর মানুষের আচরণই বলে দেয় তারা একে অপরের কতোটা আপন।  

পর্যটকরা একেবারেই কাছে এসে বসে পাখিগুলোর। তবুও ওরা উড়ে যায় না। আবার অনেক পাখিপ্রেমী মানুষ তাদের জন্য খাবার নিয়ে আসে। পাশাপাশি এর মাধ্যমে সৃষ্টিকর্তার সেবা করা হয় বলে মনে করেন স্থানীয়রা।

ইরান থেকে‍ই এখানে বেশি পর্যটক ঘুরতে আসে।

পাখিগুলো এ অঞ্চলের মানুষের কাছে বেশ প্রিয়। এমন হাজারো পাখিপ্রেমী রয়েছে যারা প্রতিদিন সকাল, বিকেল ও দুপুরে খাবার নিয়ে সৈকতে আসেন। তাদের দেখলে পাখিগুলো বুঝতে পারে যে তাদের খাবার চলে এসেছে।

আরো পড়ুন : চোখ ধাঁধানো দুবাই

এ ছাড়াও প্রতিদিন বিভিন্ন দেশের শতশত মানুষ ঘুরতে আসেন এখানে। ইরান থেকে‍ই এখানে বেশি পর্যটক ঘুরতে আসে। কেন্দ্রটির পাশেই রয়েছে অসংখ্য থাকার হোটেল। ভ্রমণপিপাসুরা এসব হোটেলে প্রতিদিন ভিড় করেন। কিন্তু দর্শনার্থীদের ভিড়ে হোটেলগুলোতে কমপক্ষে ১৫ দিন থেকে একমাস আগে বুকিং দিতে হয়।

মারমারা সমুদ্রসৈকতের পাশেই রয়েছে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ।

শুধু পাখি নয়, সৈকতে বিড়ালসহ বিভিন্ন প্রাণীরও দেখা মিলবে। নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখার জন্য রয়েছে বেশ কয়েকটি ক্রুজ জাহাজ। যেগুলো দিয়ে যাত্রীরা সৈকতের সৌন্দর্য উপভোগ করেন। এই মারমারা সমুদ্রসৈকতের পাশেই রয়েছে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ। সেটি দেখতেও ছুটে যাচ্ছে পর্যটকরা।

প্রতিদিন শত শত যাত্রী এখানে ভিড় করতে দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় স্থানটি দৃষ্টিনন্দন সাজে সেজে ওঠে।

আরো পড়ুন : স্টোনহেঞ্জ : যেখানে দেখা মিলবে অপরূপ সূর্যাস্তের