শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণ হচ্ছে: মাহবুব উল আলম হানিফ
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
শেখ-হাসিনার-নেতৃত্বে-বঙ্গবন্ধুর-সোনার-বাংলাদেশ-নির্মাণ-হচ্ছে-মাহবুব-উল-আলম-হানিফ
মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯৪৭ সালে ধর্মের দোহাই দিয়ে ভারত ও পাকিস্তান আলাদা হয়। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু করেছিলেন। বাঙালিদের মুক্ত করার জন্যও তিনি আন্দোলন করেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা। তিনি জানতেন, লড়াই সংগ্রাম না করলে ভাষাসহ বাঙালিদের অধিকার নিশ্চিত করা যাবে না। তাই তিনি বাঙালিদের বন্দিদশা থেকে মুক্তি করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সায়েম খানসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা।