দেশের সবক্ষেত্রের উন্নয়নে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা: মোজাফফর হোসেন পল্টু
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
দেশের-সবক্ষেত্রের-উন্নয়নে-ভূমিকা-রেখেছেন-শেখ-হাসিনা-মোজাফফর-হোসেন-পল্টু
শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। আজ দেশের সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় ও আন্তজার্তিকভাবে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেসব বিষয়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
মোজাফফর হোসেন পল্টু বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দল এবং দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন তা আমরা ভাবতে পারেনি। তিনি সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি তার বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করেছেন। তিনি দলের ছোট-বড় কর্মীদের থেকে শুরু করে সবাইকে ভালোবাসতেন। এলাকার নেতাকর্মীদের ভালোবাসতেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
স্মরণসভায় স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণসভা পালন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।