গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ে প্রাণ গেল বাংলাদেশি শাহীনের
প্রকাশিত : ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
গ্রিসে-যাওয়ার-পথে-তুষারঝড়ে-প্রাণ-গেল-বাংলাদেশি-শাহীনের
শাহীন ফেনী শহরের বারাহিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
শাহীনের ফুফাতো ভাই নাসির উদ্দিন জানান, গত ২ ফেব্রুয়ারি তুরস্ক থেকে গ্রিসের পথে যাচ্ছিলেন শাহীন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মোবাইলফোনও ছিল বন্ধ।
আরো পড়ুন> যুদ্ধ আশঙ্কা: ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে আশ্রয়
গত রোববার রাতে গ্রিস থেকে মশিউর রাব্বি নামে ফেনীর আরেক বাংলাদেশি তুষারঝড়ে শাহীনসহ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান। পরে পরিবারের নিকট শাহীনের মরদেহের ছবি পাঠান মশিউর। তবে অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ছেলের মরদেহে দেশে ফিরিয়ে আনতে শাহীনের বাবা মিজানুর রহমান সরকারের কাছে আবেদন জানান।