শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাঙালি এখন বিশ্বে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত: আব্দুর রহমান

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

বাঙালি-এখন-বিশ্বে-মর্যাদাপূর্ণ-জাতি-হিসেবে-প্রতিষ্ঠিত-আব্দুর-রহমান

বাঙালি-এখন-বিশ্বে-মর্যাদাপূর্ণ-জাতি-হিসেবে-প্রতিষ্ঠিত-আব্দুর-রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি এখন বিশ্বে মর্যাদা পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত।

বুধবার বিকেলে ফরিদপুর মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আব্দুর রহমান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। 

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি আইন তৈরি করতে দাবি করেছিল, আওয়ামী লীগ সরকার তা করেছে। এখন তারা (বিএনপি) বলে ঐ আইন মানি না। তারা এখন কি করবে তা তারা নিজেই জানে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ যখন এগিয়ে চলেছে, তখন একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর পরিচালনায় মধুখালীর কামালদিয়া বাজার সংলগ্ন বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, অ্যাড. আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদসহ অনেকেই।