শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোট চোররা আবার গণতন্ত্রের কথা বলে: জাহাঙ্গীর কবির নানক

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ভোট-চোররা-আবার-গণতন্ত্রের-কথা-বলে-জাহাঙ্গীর-কবির-নানক

ভোট-চোররা-আবার-গণতন্ত্রের-কথা-বলে-জাহাঙ্গীর-কবির-নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৯৬ সালে ভোট চুরি করে পবিত্র সংসদকে কলঙ্কিত করেছিল বিএনপি। সেই বেহায়ারা আবার আমাদের দেশের মানুষকে গণতন্ত্রের কথা বলে।

বুধবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারাই দেশের মানুষকে গণতন্ত্র শিখায়। বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না, এটা দেশের মানুষ ভালো করে জানে। 

সার্চ কমিটি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ  সদস্য বলেছেন, বাংলাদেশে গত ৫০ বছর যে আইন করা হয়নি, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে পাকাপোক্ত করা হয়নি। শেখ হাসিনা সেই আইন করে নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র পাকাপোক্ত করে দিয়েছেন। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি মডেল নির্বাচন হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, । নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়েছেন। এই নির্বাচনে জাতি একটি বার্তা দিয়েছেন সেটা হলো- দেশের মানুষ এখন উন্নয়নের পক্ষে নৌকার পক্ষে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মির্জা আজমসহ অনেকে।