শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক থেকে যুবসমাজ রক্ষায় সবাইকে কাজ করতে হবে: আমির হোসেন আমু

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

মাদক-থেকে-যুবসমাজ-রক্ষায়-সবাইকে-কাজ-করতে-হবে-আমির-হোসেন-আমু

মাদক-থেকে-যুবসমাজ-রক্ষায়-সবাইকে-কাজ-করতে-হবে-আমির-হোসেন-আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে কাজ করতে হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির একটি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঝালকাঠি সেতু যুব সমিতির কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের ব্যবহার বৃদ্ধিতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের আগ্রাসনের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে কাজ করতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 

ঝালকাঠি সেতু যুব সমিতির সভাপতি জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে সেতু যুব সমিতির উদ্যোগে সংগঠনের নিজস্ব তহবিল থেকে তিন শতাধিক গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।