বসন্ত ভ্রমণে সরব ঢাকার যেসব এলাকা
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
বসন্ত-ভ্রমণে-সরব-ঢাকার-যেসব-এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন বারবার পরিণত হয় তরুণ-তরুণীদের প্রাণকেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কংক্রিটের শহুরে জীবন থেকে মুক্তি নিতে সবাই ছুটে আসেন ঢাকার মাঝে এক চিলতে সবুজ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএসসি, অপরাজেয় বাংলা, বটতলা, হাকিম চত্বর, ভিসি চত্বর, ফুলার রোড, চারুকলা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান সবই যেন পরিণত হয় প্রেমিক যুগলদের মিলনমেলায়।
শাহবাগ
প্রতিবার প্রথম বসন্তে শাহবাগের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শাহবাগ মোড় থেকে টিএসসি, আজিজ মার্ট, রূপসী বাংলা হোটেল ও রমনা পার্কের মূল গেইট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। দিবসটিকে ঘিরেই নিয়মিত ফুল বিক্রেতাদের পাশাপাশি মৌসুমি হকাররাও গোলাপ ফুল ও ‘হার্ট’ চিহ্নিত রংবেরঙের বেলুন যুগলদের হাতে তুলে দেয়।
ধানমণ্ডি লেক
রাজধানী ঢাকার নাগরিক কোলাহলের ভেতরে অবস্থিত ধানমন্ডি লেক যেন এক মুঠো প্রকৃতির স্পন্দন। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়ে তাইতো ধানমণ্ডির রবীন্দ্র সরোবরসহ লেকের আশেপাশে জমিয়ে তোলে রঙিন পোশাকের রঙিন মানুষরা। ধানমন্ডি লেকের চারপাশের উদ্যানে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা, হাঁটার রাস্তা, ব্যায়ামের স্থান, বসার বেঞ্চ, রেস্টুরেন্ট এবং ফাষ্টফুড শপ। তাই এদিনে এই এলাকা সাজে মানুষের সমাগমে।
বলধা গার্ডেন
বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দূর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ১৯০৯ খ্রিষ্টাব্দে বলধা গার্ডেনের সূচনা হয়। প্রতিবছর বসন্তের প্রথম দিনে রাজধানীর এই বিনোদন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
হাতির ঝিল
এইতো এক দশক আগেও অনেকটাই জনমানবশূন্য ছিল রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিল। তবে ১লা বসন্তের দিন বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে হাতিরঝিলে বাড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। অনেকে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে অনন্দ উপভোগ করতে আসে হাতিরঝিলে। কেউ ওয়াটার ট্যাক্সিতে চড়ে, আবার কেউ ঝিলের ধারে গাছের ছায়ায় বসে শীতল বাতাসে উপভোগ করেন। গল্প, আড্ডা আর ঝিলের ধারে ঘুরে বেড়াতেও দেখা যায় অনেককে।