চিন্তামুক্ত জীবন কাটাতেই বিদেশ যেতে চান খালেদা
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার
চিন্তামুক্ত-জীবন-কাটাতেই-বিদেশ-যেতে-চান-খালেদা
বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দলের ভঙ্গুরাবস্থা ও সাংগঠনিক দুর্বলতার কারণেই রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলেছেন খালেদা জিয়া। চরম স্বার্থপরতার কারণে খালেদা জিয়ার কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি সাময়িক মুক্তির কথা বলে দেড় বছর কাটিয়ে এখন সুখ-শান্তি চান তিনি। বলা যায়, বিএনপির রাজনীতির জন্য খালেদা জিয়া এখন শোপিস মাত্র।
খালেদা জিয়া বুঝে গেছেন, বিএনপিকে আর দেওয়ার কিছু নেই। তাই তিনি দলের চিন্তা বাদ দিয়ে আপাতত নিজের সুস্থতা নিয়ে বেশি চিন্তিত। যার ফলশ্রুতিতে তিনি যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা নিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। এজন্য খালেদা জিয়া নিজেও আপাতত রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন না।
খালেদা জিয়ার চিকিৎসা ও রাজনীতিতে অনাগ্রহতার বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, রাজনীতি করা বা না করার সিদ্ধান্ত একান্তই ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার।
এছাড়া উনার যে শারীরিক অবস্থা তাতে, রাজনীতির চেয়ে সুচিকিৎসা করানোই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাডাম বিএনপির সম্পদ। রাজনীতি না করলেও তিনি বিএনপির প্রাণভোমরা হয়ে থাকবেন। তাই রাজনীতির চেয়ে চিকিৎসাকে বেশি গুরুত্ব দেওয়া নিয়ে সমালোচনার কিছু নেই।
বিদেশে উন্নত চিকিৎসা নিতে খালেদা জিয়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে জিয়া পরিবারের এক সদস্য বলেন, উনি মুক্তি পেয়েছেন চিকিৎসা করানোর জন্য, রাজনীতি করার জন্য নয়। সুতরাং তিনি রাজনীতি ছেড়ে চিকিৎসায় মনোযোগী হলে, সেটি দোষের কিছু নয়। আগে জীবন, পরে দল ও দলের রাজনীতি।