শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদা জিয়ার জামিন নিয়ে বিপরীতমুখী আইনজীবী-শীর্ষ নেতারা

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

খালেদা-জিয়ার-জামিন-নিয়ে-বিপরীতমুখী-আইনজীবী-শীর্ষ-নেতারা

খালেদা-জিয়ার-জামিন-নিয়ে-বিপরীতমুখী-আইনজীবী-শীর্ষ-নেতারা

কুমিল্লার চৌদ্দগ্রামের নাশকতার মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তবে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে এ আইনজীবীকে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এতে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি ক্ষুব্ধ দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারা।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কুমিল্লার নাশকতার এক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানাই। সময় মতো খালেদা জিয়ার চলমান সব মামলায়  জামিনের আবেদন করবো।

জানা গেছে, পুনরায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না বিএনপির শীর্ষ নেতারা। এমনকি দলীয় নেত্রীর জামিন বাড়ানোর বিষয়টি নিয়ে আগ্রহী নন মির্জা ফখরুলরা। তারা বিষয়টিকে ছেড়ে দিয়েছেন পরিবার ও আইনজীবীদের উপর।  তারা মনে করছেন, রাজনৈতিকভাবে বেগম জিয়ার জামিন চেয়ে ব্যর্থ হলে পুনরায় ইমেজ সংকটে পড়বে বিএনপি। যার কারণে তারা বেগম জিয়ার ভাগ্য ছেড়ে দিয়েছেন পরিবার ও আইনজীবীদের হাতে।

পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একাধিক সদস্য জানান, বেগম জিয়ার জামিন প্রসঙ্গে হাইকমান্ডের নির্লিপ্ততা নিয়ে হতাশ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। খালেদা জিয়া দলের চেয়ারপার্সন। সুতরাং তার জামিনের জন্য বিএনপির শীর্ষ নেতাদের প্রথম সারিতে থাকা দরকার। কিন্তু বেগম জিয়ার জামিনের বিষয়টিকে পরিবার ও আইনজীবীদের চাপিয়ে দিয়ে দায় সারতে গিয়ে চরম ভুল করছেন মির্জা ফখরুলরা। দলীয় প্রধানের জামিন নিয়ে লুকোচুরির চেষ্টা করা হচ্ছে। বেগম জিয়ার জামিন বাড়ানোর বিষয়টি নিয়ে দল, পরিবার ও আইনজীবীদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। সব পক্ষের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাতে হবে। কারণ দায় চাপানো ও দায়িত্ব অবহেলা করলে জামিনের সময় বাড়ানো যাবে না।