সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: কৃষিমন্ত্রী
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
সংবিধান-অনুযায়ী-নির্বাচন-হবে-কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আওয়ামী লীগ আজ বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটিকে নাম দেবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, সার্চ কমিটির কাছে আজ নাম পাঠানো হবে। ঘোষিত সময়ের মধ্যে আমরা নাম পাঠাব। আমাদের দল থেকে এককভাবে এটি পাঠাব। জোটের সদস্যরা যারা আছেন, তারা তাদের মত করে পৃথকভাবে নাম পাঠাবে।
তিনি আরো বলেন, নাম দেওয়ার বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর কাছে নাম পাঠিয়েছি।
কেমন লোকের নাম দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, যারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করেছেন, জাতীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, স্ব স্ব পেশায় ও চাকরিতে শীর্ষ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন, তাদের নাম আমরা দিয়েছি।
তিনি আরো বলেন, যাদের ব্যক্তিত্ব ও নৈতিকতা আছে তাদের নাম পাঠানো হবে। যাতে স্বাধীনভাবে আত্মশক্তি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে। দেশের সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, সেটা ব্যবহার করে নির্বাচন কমিশন জাতিকে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।
আরো পড়ুন> জনপ্রত্যাশা-আকাঙ্ক্ষা ধারণ করেই আওয়ামী লীগের পথচলা: সেতুমন্ত্রী
কৃষিমন্ত্রী বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। তাদের ২০ দল নিয়ে জোট আছে। এটা বাড়িয়ে ৩০ দল হতে পারে। কিন্তু জনগণের ঐক্য হতে হবে। জনগণের মাঝে সেসব দলের কতটা ভিত্তি আছে তা তারা নিজেরাই জানেন। সংখ্যার দিক দিয়ে বড় হলেই তো আর বড় নয়।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, কোনো কাজে আসবে না। অতীত অভিজ্ঞতা থেকে তারা যদি শিক্ষা নিয়ে থাকে, তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আমাদের ভুলভ্রান্তি অতীতে থাকতে পারে। সবকিছু ভুলে আগামী নির্বাচন সুন্দর হবে, এটাই আমাদের কামনা। যে নির্বাচন কমিশনই আসুক তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।