বিচ্ছিন্ন দ্বীপের নিঃসঙ্গ বাড়ি
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
বিচ্ছিন্ন-দ্বীপের-নিসঙ্গ-বাড়ি
বর্তমানে এই দ্বীপটি জনমানব শূন্য। এক সময় এখানে পাঁচটি পরিবার বাস করত। শেষ পরিবারটি ১৯৩০ সালে দ্বীপ ছেড়ে চলে যায়। বিচ্ছিন্ন এই দ্বীপে অবস্থিত একমাত্র বাড়ি।
দ্বীপটিতে থাকা একটি মাত্র বাড়ি নিয়ে অনেক গল্পগুজব শোনা যায়। তার মধ্যে একটি গল্প হলো, কোনো এক কোটিপতি এই বিচ্ছিন্ন দ্বীপে বাড়িটি তৈরি করেছিলেন। কারণ যদি কোনো দিন জোম্বি আক্রমণ শুরু হয়, তবে তিনি সেখানে চলে যাবেন। এই মতবাদটি প্রকাশ পেয়েছে একটি ব্রিটিশ দৈনিকে।
অন্য এক দলের মানুষের ধারণা, আইসল্যান্ডের জনপ্রিয় গায়িকা বিউর্ক এই বাড়িটি তৈরি করেছেন। কেউ কেউ আবার বলেন, ধর্মীয় সাধনার জন্য নির্জন এই দ্বীপে বাড়িটি তৈরি করা হয়েছে।
আরো পড়ুন : দীর্ঘ ৬০ বছর পর পর্যটকদের জন্য খুলছে বৌদ্ধ ভিক্ষুদের পথ
তবে এত মত ভেসে বেড়ালেও সত্যটা হচ্ছে, বাস্তবেই আইসল্যান্ডের এলিডে দ্বীপে এমন একটি বাড়ি রয়েছে। আর তার মালিক হলো ‘এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন’। বাড়িটি আজ থেকে প্রায় ৭০ বছর আগে, ১৯৫০ সালে তৈরি করা হয়।
ঐ অ্যাসোসিয়েশনের সদ্যস্যরা শিকার করতে গিয়ে এই বাড়িতে থাকেন। এই শিকারিরা সমুদ্রে দীর্ঘচঞ্চু যুক্ত এক প্রকার পাখি ‘পাফিন’ শিকার করতে যান। ফলে বাস্তবেই এমন একটি দ্বীপ আর তাতে বিশ্বের নিঃসঙ্গতম বাড়ি রয়েছে।
এমনই এক নয়ানাভিরাম জায়গার কয়েকটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিশ্বের অনেক পর্যটক ছুটে যাচ্ছেন সেখানে।