১৫ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশিত : ১১:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রোববার
১৫-হাজার-শিক্ষক-নিয়োগের-গণবিজ্ঞপ্তি-প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে থেকে আবেদন শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে।
রোববার সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মোট ১৫ হাজার ১৬৩ পদে নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তিনি আরো জানান, ১৫ হাজার ১৬৩টি পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিও পদ। ২ হাজার ৩৫৬টি নন- এমপিও পদ।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে, আবেদন না করা এবং নারী কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় ৩৮ হাজার শিক্ষককে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ না করায় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগ দিতে চূড়ান্ত সুপারিশ করা হয়।