জনগণের মঙ্গল-উন্নয়নের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে: পরশ
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রোববার
জনগণের-মঙ্গল-উন্নয়নের-জন্য-আওয়ামী-লীগ-রাজনীতি-করে-পরশ
শনিবার রাজধানীর লালবাগ ইসলামবাগ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে বিএনপি। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগেও বিএনপি নেত্রী খালেদা জিয়া বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।
শেখ পরশ বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত স্বাস্থ্য সামগ্রী ও শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনার যুবলীগ গণমানুষের সংগঠন। আপনারা যদি আজ থেকে ১৫ বছর আগের শহরের চিত্রে ফিরে যান তাহলে নিশ্চয়ই মনে পড়বে, কত সমস্যার মধ্যে ছিলেন আপনারা। খাদ্য, বস্ত্র, গ্যাস, চুরি, ডাকাতি, খুন, রাহাজানিসহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এমনকি বিদ্যুতের জন্য মানুষের ওপর গুলি চালিয়েছিল বিএনপি-জামায়াত। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো অধিকার ছিল না। আসলে বিএনপি-জামায়াত সরকার সমাজের উচ্চ শ্রেণির স্বার্থ রক্ষা করার সরকার ছিল। আর আওয়ামী লীগ সরকার রাজনীতি করে জনগণের মঙ্গল ও উন্নয়নের জন্যই।
তিনি আরো বলেন, যুবলীগের অন্যতম লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে-দুঃখে সঙ্গে থাকা। এ লক্ষ্যে যুবলীগ এরই মধ্যে বেশ কিছু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, যার একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এ শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বিএনপি-জামায়াত আজ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জানেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। আজ তারাই আবার বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে। এদেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেবে।