শ্রমিক লীগ মেহনতি মানুষের কণ্ঠস্বর: বাহাউদ্দিন নাছিম
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
শ্রমিক-লীগ-মেহনতি-মানুষের-কণ্ঠস্বর-বাহাউদ্দিন-নাছিম
শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
বাহাউদ্দিন নাছিম বলেন, জাতীয় শ্রমিক লীগ মেহনতি মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাচ্ছে। এতে সংগঠনটি দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। এমনকি শ্রমিক লীগ দেশের সব থেকে বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। শ্রমিক লীগ দেশের মানুষের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শ্রমিক লীগকে অনেক বেশি গুরুত্ব দিতেন।
তিনি আরো বলেন, শ্রমিক লীগে কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ যাতে ভর করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। শ্রমিক লীগ যেহেতু মেহনতি মানুষের সংগঠন সেহেতু সংগঠনটিতে কোনো ধান্দাবাজের জায়গা নেই। শ্রমিক লীগ মেহনতি মানুষের অধিকার আদায়ে আগামী দিনেও কাজ করবে।
জনগণ আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছে। জনগণের দল বলেই আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ ঐতিহাসিক ৫ ফেব্রুয়ারি। ১৯৬৬ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন। এ ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল।
তিনি আরো বলেন, দেশবিরোধী রাজনৈতিক দল হলো বিএনপি-জামায়াত। তারা বাংলাদেশের মঙ্গল কখনোই চায় না। দেশের ক্ষতি করতে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বিএনপি-জামায়াতে সবসময় বিদেশিদের কাছে নতজানু হয়। দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে দু’টি দলই পরাশক্তির কাছে নালিশ করতে কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে লবিস্ট নিয়োগ করে। খালেদা জিয়াও নিবন্ধ লিখে জিএসপি সুবিধা নষ্ট করার চেষ্টা করেছেন। তবে তাদের সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা জ্বালাও-পোড়াও আন্দোলনকে ভয় পাই না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ জনগণের দল। এজন্য জ্বালাও-পোড়াও আন্দোলনসহ সকল অপরাজনীতি ও অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক কে এম আযম খসরুসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা।