অসুস্থ মাকে নিয়ে তারেকের রহস্যময় রাজনৈতিক কৌশল
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
অসুস্থ-মাকে-নিয়ে-তারেকের-রহস্যময়-রাজনৈতিক-কৌশল
তবে ঐ বৈঠকে সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার ছিল, খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা প্রক্রিয়া। এ অসুস্থতা নিয়ে বিএনপির অন্তত দুজন নেতা বলেছেন, এখন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে রাখা ঠিক হবে না।
আরো পড়ুন>>> খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার বিএনপিপন্থী চিকিৎসকদের
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলাপের সূত্র ধরে বিএনপির একজন নেতা বলেন যে, খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ এবং তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছেন।
তারা আরো বলেন, এভারকেয়ারে এখন করোনার সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় খালেদা জিয়ার মতো জটিল এবং নানান রোগে আক্রান্ত একজন ব্যক্তির হাসপাতালে থাকা নিরাপদ নয়। তারা মনে করছেন যে, খালেদা জিয়া যদি আবার করোনায় আক্রান্ত হন, তাহলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
এ বিষয়ে বিএনপির অপর একজন নেতা বলেন, আমরা যেহেতু একদফা আন্দোলন শুরু করতে যাচ্ছি এবং নির্বাচন কমিশন ও সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করছি, কাজেই খালেদা জিয়াকে এখন বাড়িতে নিয়ে যাওয়াই শ্রেয়। তিনি এটাও বলেন যে, সরকার যেহেতু খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি আমলে নিচ্ছে না, সে কারণে এখন আর তাকে হাসপাতালে রেখে ঝুঁকি বাড়ানোর কোনো দরকার নেই।
আরো পড়ুন>>> জামিনের মেয়াদ বাড়াতেই চলছে খালেদার অসুস্থতার নাটক
তবে এ দুই নেতার বক্তব্যের পর তারেক জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, খালেদা জিয়াকে আপাতত হাসপাতালেই থাকতে হবে। তবে কেন থাকতে হবে, এর ব্যাখ্যা দেননি। আর তারেকের এ অপকৌশল খোদ বিএনপির নেতাদের মধ্যেই রহস্যের সৃষ্টি করেছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে খালেদা জিয়ার হাসপাতালে থাকার মতো গুরুতর অসুস্থতা নেই। তবুও তারেক জিয়া কেন তাকে হাসপাতালে রাখার জন্য চাপ দিচ্ছেন, এর পেছনে নিশ্চই বিএনপির নোংরা কোনো ষড়যন্ত্র রয়েছে।