শেখ হাসিনার শক্তি দেশের জনগণ: নাছিম
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
শেখ-হাসিনার-শক্তি-দেশের-জনগণ-নাছিম
তিনি বলেন, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। বক্তৃতা-বিবৃতি দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চায় না আওয়ামী লীগ। মানুষের জন্য কাজ করে আস্থা অর্জন করতে হবে।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানের আয়োজন করে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি।
এ সময় বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে রুখে দেওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেই পথকে রুখবে এমন কোনো অপরাজনীতি আছে বলে আমরা মনে করি না।
আরো পড়ুন> তারেকে বন্দি বিএনপির রাজনীতি!
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মানুষের জন্য কাজ করতে বলেছেন। ‘সততা, দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। চলার পথে আমরা যেন পথ পিছলে হারিয়ে না যাই। দুর্নীতির বিরুদ্ধে অভিযান করোনাকালে সীমিত হলেও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সেটা আরো জোড়দার হবে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আজকের বাংলাদেশকে যেকোনো মূল্যে চাঁদবাজ, সন্ত্রাস-দুর্নীতি মুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার পথ আরো মজবুত করতে হবে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশের নাগরিকদের মতো আমরাও মাথা উঁচু করে দাঁড়াব।
‘আমরা এগিয়ে যাব, এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।’
ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহের সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।