তারেকের নজরদারিতে গয়েশ্বর
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
তারেকের-নজরদারিতে-গয়েশ্বর
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় দলের সিনিয়র নেতাদের বাড়ি-ঘর ঘেরাও করতে সাধারণ কর্মীদের আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপি নেতাদের নিষ্ক্রিয়তাকে অপরাধ বলে মন্তব্য করেন। আর দায়িত্ব পালন করতে না পারলে সিনিয়র নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যোগ্যদের সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান।
এদিকে খালেদার মুক্তির আন্দোলনের মতো স্পর্শকাতর ইস্যুতে গয়েশ্বর চন্দ্র রায়ের মতামতকে হঠকারী বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা।
তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি আদায়ের আন্দোলন শুরু করতে না পারাটা সত্যিই ব্যর্থতার। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় হুট করেই বিশৃঙ্খলা সৃষ্টি করাটা সমুচিত হবে না। আমাদেরকে অবশ্যই আরো গবেষণা করে উপযুক্ত আন্দোলনের পথ খুঁজতে হবে। এটি নিয়ে তাড়াহুড়ো করার কিছুই নেই।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, গয়েশ্বর চন্দ্র রায় সম্ভবত অতিআবেগী হয়ে সিনিয়র নেতাদের শায়েস্তা করতে জুনিয়রদের আহ্বান জানিয়েছেন। এটি কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না। রাজপথে নামতে সিনিয়রদের কিছুটা সময় লাগছে, তার মানে এই নয় যে তারা খালেদা জিয়ার মুক্তিতে অনাগ্রহী। আসলে মতের মিল না হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় বিক্ষুব্ধদের সিনিয়র নেতাদের পেছনে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা।