লবিস্ট প্রসঙ্গে বক্তব্য দিয়ে হোঁচট খেলেন ফখরুল
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
লবিস্ট-প্রসঙ্গে-বক্তব্য-দিয়ে-হোঁচট-খেলেন-ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা লবিস্ট নিয়োগ করি দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষার জন্য, মানবাধিকার রক্ষার জন্য, দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষার জন্য।
এই বক্তব্যের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে যান। কিন্তু একটু পরেই তিনি আবার ফিরে এসে বলেন, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি। বিএনপি গণতন্ত্র এবং দেশ রক্ষার জন্য নিজেরাই কাজ করছে।
হঠাৎ তার এই দুই রকম বক্তব্যে দলের মধ্যে তোলপাড় চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই বক্তৃতা দেন তখন তিনি বুঝতে পারেননি যে, লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে কথা বলায় তার কি পরিণতি হতে পারে? কিছুক্ষণ পরে যখন তিনি বুঝতে পারেন যে এর ফলে তারেকের গাত্রদাহের কারণ হবেন, তখন ফিরে এসে শেষ বক্তব্যটি দেন তিনি। তার এই দুই ধরনের বক্তব্য এবং হোঁচট খাওয়া বিএনপিতেই কৌতুকের জন্ম দিয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে বিএনপি নেতারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছেন। বিশ্লেষকদের মতে, বিএনপি হলো তারেক রহমানের পালিত নেতা দিয়ে চলা রাজনৈতিক দল। সেখানে এই দল আর কোনোদিন আন্দোলন করে কিছু করতে পারবে না। এরা আন্দোলনের আগে টাকা আর ক্ষমতার লোভে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে, যা দেশদ্রোহীর শামিল।