আমিরাতে বাংলাদেশি মা-মেয়েকে চাপা দেওয়ার ১৪ মিনিটেই চালক গ্রেফতার
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
আমিরাতে-বাংলাদেশি-মা-মেয়েকে-চাপা-দেওয়ার-১৪-মিনিটেই-চালক-গ্রেফতার
এদিকে ওই হিট-অ্যান্ড-রান মামলায় জড়িত চালককে ঘটনার ১৪ মিনিটের মাথায় গ্রেফতার করেছে শারজাহ পুলিশ। ওই চালক প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি এতো বেশি ছিল যে বাংলাদেশি পরিবারের গাড়িকে চাপা দেওয়ার পরও আরো ৬টি গাড়ি সংঘর্ষের মুখে পড়ে।
শারজাহ পুলিশের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, শেখ মোহাম্মদ বিন সুলতান আল কাসিমি স্ট্রিটের একটি ট্রাফিক মোড়ে সংঘর্ষের পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় চালককে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী এবং ৩, ৫ এবং ৮ বছর বয়সী আরো তিনটি শিশু রয়েছে, তারা মাঝারি থেকে গুরুতর জখম হয়েছে। তারা এখনও চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে একজনের অস্ত্রোপচার প্রয়োজন। নিহত ঐ মা সাত মাসের গর্ভবতী ছিলেন।
শারজাহ পুলিশের সেন্ট্রাল অপারেশন রুম মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনার খবর পায়। পুলিশ জানতে পারে, অতিরিক্ত গতির কারণে একটি ট্রাফিক মোড়ে ৬টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।