ইউনাইটেডেই থাকতে চান কাভানি: রাংনিক
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ইউনাইটেডেই-থাকতে-চান-কাভানি-রাংনিক
৩৪ বছর বয়সী কাভানি ২০২০ সালের অক্টোবরে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন। মাত্র এক মৌসুম পরেই তার দলত্যাগ নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে রাংনিক বলেছিলেন তিনি কাভানিকে ছাড়তে চান না। আর এখন নিশ্চিত করেছেন কাভানি নিজেই এই ক্লাবে থাকতে আগ্রহী।
এ সম্পর্কে রাংনিক বলেন, আমি তাকে বলেছিলাম বিষয়টি যদি আমার উপর ছেড়ে দেয়া হয় তবে আমি কখনই তোমাকে যেতে দেব না। বৃহস্পতিবার এ বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে। সে আমার অফিসে এসেছিল এবং আমরা প্রায় আধা ঘন্টা কথা বলেছি।
তিনি আরো বলেন, কাভানি আমাকে কথা দিয়েছে অবশ্যই সে এখানেই থাকবে। অন্তত মৌসুমের শেষ পর্যন্ত সে ওল্ড ট্র্যাফোর্ডেই আছে। আমি তাকে বলেছি শুধুমাত্র সে জন্য নয়, নিজ থেকেই সে আগ্রহ দেখিয়েছে।
রাংনিক আরো জানিয়েছেন ম্যাচের শুরুতেই কাভানি খেলতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এর থেকে বেশী তিনি না খেলে অন্য খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা রোল মডেল হিসেবে সহযোগিতা করে থাকেন।
রাংনিক বলেন, এটা আমার জন্য সুখবর। কারণ কাভানি এমন একজন খেলোয়াড় যার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তার মানসিকতা, কাজের প্রতি মনোযোগ সবই অন্য খেলোয়াড়দের কাছে রোল মডেলের মতই।
প্রায় পাঁচ বছর ধরে কোন ধরনের শিরোপা না পাওয়া ইউনাইটেড এবার সেই খরা কাটাতে চায়। রাংনিক যে আক্রমনাত্মক ফুটবলের জন্য জনপ্রিয় ছিলেন ইউনাইটেড এখনো সেই ধারা মাঠে প্রমান করতে ব্যর্থ হয়েছে। রাংনিক বিশ্বাস করেন এই একটি পন্থায় লিগে টিকে থাকা সম্ভব।