রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গৃহপরিচারকের বেতন দেড় লাখ

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

গৃহপরিচারকের-বেতন-দেড়-লাখ

গৃহপরিচারকের-বেতন-দেড়-লাখ

গৃহপরিচারক ও ড্রাইভারের চাকরির জন্য আবেদন জমা পড়েছে হাজার হাজার। প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা। পরে মৌখিক। দুই পরীক্ষায় পাস করলেই মিলবে চাকরি।  

চাকরির পেছনে প্রার্থীদের আগ্রহের কারণ মোটা অঙ্কের বেতন। ঐ বাড়িতে পরিচারকের বেতন দেড় লাখ টাকা ও ড্রাইভারের বেতন দুই লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও কর্মীদের জন্য ফার্নিশড কোয়ার্টার, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটির সুবিধাও রয়েছে।    

মুকেশ এবং নিতা আম্বানি কাজের লোকদের কাছ থেকে যেমন নেন তেমন দেনও দুই হাত ভরে। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি আম্বানির ৪৪ তলা বাড়ি আন্টিলার উচ্চতা ৫৭০ ফুট। এ বাড়ি সংলগ্ন একটি সাত তারকা হোটেল আছে আম্বানিদের।

আরো পড়ুন: ইউক্রেন ইস্যুতে কোনো ছাড় দিতে চায় না রাশিয়া

হোটেল এবং বাড়ি মিলিয়ে ৬০০ জন কর্মী কাজ করে। আন্টিলার ২৭ তলায় আছে কর্মীদের বিশ্রামের জায়গা। ষষ্ঠ তলায় পার্কিং প্লেস। একসঙ্গে ১৭০টি গাড়ি রাখা যায় সেখানে। আম্বানিদেরই আছে একশোর ওপর গাড়ি। বাড়িতে প্লেয়িং এরিয়া, মিনি সিনেমা হল, জিম -সব আছে। আছে সিক রুম বা মিনি হাসপাতাল। সম্প্রতি নিজের বাড়ির জন্য গৃহপরিচারক ও ড্রাইভারের জন্য চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন আম্বানি।