পাহাড় বাঁচাতে তিন তরুণের রেকর্ড পরিভ্রমণ
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
পাহাড়-বাঁচাতে-তিন-তরুণের-রেকর্ড-পরিভ্রমণ
গত ২৭ ডিসেম্বর হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে বান্দরবানে ১৬০ কিলোমিটারের হাইকিং অভিযান শুরু হয়।
চট্টগ্রাম জেলা এবং বান্দরবানের শেষাংশ হলুদিয়া বাজার থেকে পরিভ্রমণ শুরু করে হাইকিং ফোর্স বাংলাদেশের প্রধান নির্বাহী মাসফিকুল হাসান টনি এবং তার দুই সহযাত্রী জ্যাকুব নাথ ও থেহ্লা ওয়ান। প্রথম দিন ২৫ কিলোমিটার পথ হেঁটে রাত্রিযাপন করে মুরংদের ম্রোলং পাড়াতে।
দ্বিতীয় দিনে কাপ্রু পাড়াতে, ৩য় দিন থানচিতে, ৪র্থ দিন আলিকদমে। সর্বশেষ দিন বিকেল ৪টা নাগাদ তারা পৌঁছে যায় গন্তব্য স্থল পাইন্যাঝিরি, কুমারীবাজার হয়ে লামাতে।
এই পরিভ্রমণের তাদের অতিক্রম করতে হয়েছে দেশের সর্বোচ্চ উচ্চতার যানবাহনের পথসহ দেশের দীর্ঘতম পাহাড়ি পথ। এর আগে দীর্ঘ এই ১৬০ কিলোমিটার পাহাড়ি পথ একসঙ্গে কেউ পরিভ্রমণ করেনি।
হাইকিং ফোর্স বাংলাদেশের প্রধান নির্বাহী মাসফিকুল হাসান টনি বলেন, এই অভিযানটির অভিজ্ঞতা এবং গল্প একদমই ভিন্ন। কারণ বাংলাদেশে এ ধরনের পরিবেশে দীর্ঘ এমন পথ পাড়ি দেয়া বেশ চ্যালেঞ্জিং। অভিযানটি থেকে শেখার ও জানার সুযোগ ছিল অনেক বেশি। তার সঙ্গে ছিল দুচোখ ভরে পাহাড়ের সৌন্দর্য দেখা। দৃশ্যগুলো যেন ছবির চেয়েও সুন্দর।