সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তুষারপাত হলো মানালিতে, যাবেন নাকি এই শীতে?

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

তুষারপাত-হলো-মানালিতে-যাবেন-নাকি-এই-শীতে

তুষারপাত-হলো-মানালিতে-যাবেন-নাকি-এই-শীতে

শীতের মৌসুম বলে কথা, তুষারপাত হবে এমনটাই স্বাভাবিক। ডিসেম্বরের শুরুতেই দেখা গিয়েছিল বরফে ঢাকা পড়েছে ভারতের হিমাচল প্রদেশের একাধিক অংশ। এবার গত সপ্তাহে তুষারপাত হলো মানালিতে। আর তাতেই খুশি পর্যটকদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে ভারত শীর্ষে রয়েছে। আর শীত মানেই যেন মানালি! করোনাভাইরাসের প্রকোপের কারণে ভাঁটা এসেছিল পর্যটন শিল্পে। কিন্তু এই তুষারপাত হাসি এনেছে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। মানালির ম্যাল ভরে যায় বরফে। তারই মধ্যে আনন্দে মেতে ওঠে সবাই।

গত ৬ ডিসেম্বরও  তুষারপাতে ঢাকা পড়েছিল উত্তর ভারতের তিনটি রাজ্য। হিমাচল প্রদেশের সিমলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে ছিল সেইদিন। সিমলা থেকে ৯ কিলোমিটারের দূরত্বে অবস্থিত কুফরি নারকান্দা ঢেকে গিয়েছিল সাদা বরফের চাদরে। কিন্তু মানালিতে যে তুষারপাত হয়েছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এবার আর পর্যটকদের নিরাশ করল না হিমাচল প্রদেশ। শেষমেষ মানালিও ঢাকা পড়ল বরফে।