রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আশুলিয়ায় ১০ চাঁদাবাজ হাতেনাতে আটক

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

আশুলিয়ায়-১০-চাঁদাবাজ-হাতেনাতে-আটক

আশুলিয়ায়-১০-চাঁদাবাজ-হাতেনাতে-আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে রোববার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার মো. মাসুদ রানা (৪০), ময়মনসিংহ জেলার ইকবাল হোসেন রতন (৪২), যশোর জেলার মো. পান্নু হাওলদার (৩৪), রংপুর জেলার মো. আলম মোল্লা (৩৭), ফরিদপুর জেলার মো. আব্দুল্লাহ আল হেলাল (২০) এবং ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. শাহাদত হোসেন (৩০) ও মো. সঞ্চয় (৩০)। তারা সবাই পেশাদার চাঁদাবাজ।

র‌্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে আশুলিয়ার নবী নগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জন চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। তারা পরস্পরের যোগসাজশে ঐ এলাকায় দীর্ঘদিন নধরে বিভিন্ন দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিতেন। সেই সঙ্গে ঐ স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে চাঁদার টাকা আদায় করতো।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।