স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
স্লোভেনিয়া-সীমান্তে-বাংলাদেশির-মরদেহ-উদ্ধার
নাম প্রকাশ না করা শর্তে ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মৃত সুজন মিয়া, ৩১, ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাসিন্দা।
ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা জানান, গত সপ্তাহে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের খবর জানতে পারি। তবে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি। তাই আমরা সরাসরি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি।
প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথার্মিয়ার কবলে পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার লাশ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে।
এরইমধ্যে মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
উল্লেখ্য, অবৈধভাবে পশ্চিম ইউরোপে ঢুকতে অভিবাসনপ্রত্যাশীরা ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার এই পথটি নিয়মিত ব্যবহার করছেন। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও ক্রোয়েশিয়ার এই অভিবাসন রুটটি ‘বলকান রুট’ নামে অধিক পরিচিত। এ পথে ইউরোপের দিকে আসা অসংখ্য মানুষ বিপজ্জনক অবস্থায় জঙ্গলের মধ্যে রাত কাটান। প্রচণ্ড শীতে অভিবাসনপ্রত্যাশীদের এমন মৃত্যুর খবর এবারই প্রথম নয়।