রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবের জায়গা দখল করলেন নবী

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

সাকিবের-জায়গা-দখল-করলেন-নবী

সাকিবের-জায়গা-দখল-করলেন-নবী

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। আসর শেষে টি-২০ ফরম্যাটের সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের সংস্করণে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের সদ্য সমাপ্ত আসরে দারুণ পারফরম্যান্স করেছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। আসরের মাঝেই সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেন তিনি। আর সবশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে নবী এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

অলরাউন্ডার ক্যাটাগরিতে তিন নাম্বারে আছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। তিনি একলাফে ৭ ধাপ উপরে উঠে এসেছেন। চারে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা। শীর্ষ দশে প্রবেশ করেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্ম করা অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বোলারদের র‌্যাকিংয়ে ছয় নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা জশ হ্যাজলউড বোলারদের র‌্যাকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকায় মিচেল মার্শ ছয় ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৩ নম্বরে। চোটের কারণে ফাইনালে না খেলতে পারা ডেভন কনওয়ে ব্যাটারদের তালিকার আছেন চার নাম্বারে। ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম আর বোলারদের তালিকায় এক নাম্বারে আছেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।