সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকার যেসব কোম্পানীর বাসে ভাড়া বাড়েনি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ঢাকার-যেসব-কোম্পানীর-বাসে-ভাড়া-বাড়েনি

ঢাকার-যেসব-কোম্পানীর-বাসে-ভাড়া-বাড়েনি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে যেসব বাস সিএনজিচালিত, সেগুলোর ভাড়া বাড়েনি।

ভাড়া বাড়েনি যেসব বাসে–

১. গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট লিমিটেড (৪০টি বাস),
২. অনাবিল সুপার লিমিটেড (৫টি বাস),
৩. প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেড (১২টি বাস),
৪. শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেড (৩০টি বাস),
৫. আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেড (২০টি বাস),
৬. মেঘালয় ট্রান্সপোর্ট লিমিটেড (৫টি বাস),
৭. হিমালয় ট্রান্সপোর্ট লিমিটেড (১৪টি বাস),
৮. ভিআইপি অটোমোবাইল লিমিটেড (২টি বাস),
৯. শিকড় পরিবহন লিমিটেড (৮টি বাস),
১০. বিকল্প অটো সার্ভিস লিমিটেড (১টি বাস),
১১. মেঘলা ট্রান্সপোর্ট লিমিটেড (২৭টি বাস),
১২. গাবতলী লিংক মিনিবাস সার্ভিস (১১টি বাস),
১৩. ৬ নং মতিঝিল বনানী কোচ (২১টি বাস)