রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়েতে মাংস কম দেওয়ায় মারামারি

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

বিয়েতে-মাংস-কম-দেওয়ায়-মারামারি

বিয়েতে-মাংস-কম-দেওয়ায়-মারামারি

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিয়েতে আসা বরযাত্রীদের মাংস কম দেওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

শনিবার ঐ উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে দুপুরে এ ঘটনা ঘটে।

বর মো. শাহজাহান একই উপজেলার ছাদাহা ইউনিয়নে বাসিন্দা। কনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর, তবে তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বসবাস করেন।

জানা গেছে, বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনেপক্ষ। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দুপুরে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি মাংস নিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বাকবিতণ্ডা এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে।  

তিনি আরো বলেন, বিষয়টি এখনো মীমাংসা হয়নি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টির সমাধান করবেন।  এখনো কনেকে তুলে নেয়নি বরপক্ষ।

ছাদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি সুরহা করতে উভয় পক্ষকে নিয়ে বসেছি। সমাধান হলে বর কনেকে নিয়ে বাড়ি ফিরবে।