সৌদিতে ১৪৬১ অবৈধ সিমসহ সাত বাংলাদেশি গ্রেফতার
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
সৌদিতে-১৪৬১-অবৈধ-সিমসহ-সাত-বাংলাদেশি-গ্রেফতার
রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস সাত বাংলাদেশি গ্রেফতারের বিষয়টি সৌদি গেজেটকে নিশ্চিত করেছেন।
সৌদি গেজেটকে তিনি জানান, গ্রেফতাররা সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে এসব অবৈধ সিম সংগ্রহ করতেন।
তবে কবে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত করেননি পুলিশের মুখপাত্র।
মেজর খালেদ আল-কারদিস বলেন, সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে। যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে। গ্রেফতার সাত বাংলাদেশির কাছে অবৈধ সিম কার্ড ছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও বেশকিছু রিয়াল উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ডে ছিল অন্যজনের আঙুলের ছাপ।
পুলিশের এ মুখপাত্র বলেন, গ্রেফতার সাতজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আদালতে পাঠানো হয়েছে।