পর্তুগালে বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
প্রকাশিত : ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
পর্তুগালে-বাংলাদেশ-সোশ্যাল-ওয়েলফেয়ার-অ্যাসোসিয়েশনের-মতবিনিময়-সভা
গতকাল সোমবার সন্ধ্যায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় একটি রেস্টুরেন্টে এই আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তাহের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন- কমিউনিটির প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সোশালিস্ট পার্টির নেতা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী রানা তাসলিম উদ্দিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
আরো উপস্থিত ছিলেন- পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, প্রচার সম্পাদক এনামুল হক এবং সংস্কৃতি সম্পাদক মহি উদ্দিন প্রমুখ।
আলোচনায় সংগঠনটির গত ৫ বছরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অভিবাসন প্রত্যাশী অসংখ্য মানুষকে বিভিন্ন সহযোগিতা ছাড়াও তাদের বৈধতা অর্জনে পরামর্শ এবং বাসস্থান ও কাজ ব্যবস্থা করে দেওয়াসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন আলোচকরা।
এছাড়া লিসবনে বাংলাদেশ কমিউনিটির শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল ম্যাচ আয়োজন এবং তরুণ ও যুবকদের নিয়ে বাৎসরিক বিভিন্ন শিক্ষা সফর আয়োজনের কথা জানান বক্তারা।
লিসবনে বাংলাদেশ কমিউনিটির নানা সমস্যা এবং তা সমাধানে প্রেস ক্লাবের ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। উপস্থিত সংবাদ কর্মীরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানার প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধ কথা উল্লেখ করে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।