জেদ্দা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান মারা গেছেন
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
জেদ্দা-যুবলীগের-সভাপতি-মাহমুদ-হাসান-মারা-গেছেন
রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে জেদ্দার সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের মৃত্যুতে জেদ্দা আওয়ামী পরিবারের ১০ সংগঠন, জেদ্দা কমিউনিটি, রিপোটার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পশ্চিমাঞ্চল সৌদিআরবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রবাসীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা জানান, মরহুম অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের স্ত্রী সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। নিয়মিত চেক আপ করাতে শুক্রবার রাতে ওই হাসপাতালে গেলে ডাক্তার তাকে ভর্তি হতে বলেন। দুই দিন চিকিৎসারত অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে জেদ্দা যুবলীগ তথা আওয়ামী লীগের ১০ সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব কখনো পূর্ণ হবার নয়।