সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি মারা গেছেন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

কুয়েতে-অগ্নিকাণ্ডে-৩-বাংলাদেশি-মারা-গেছেন

কুয়েতে-অগ্নিকাণ্ডে-৩-বাংলাদেশি-মারা-গেছেন

কুয়েতে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

জানা গেছে, শুক্রবার রাতে আবদালি অঞ্চলে কৃষি কাজে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্থানে প্রায় ২০ বাংলাদেশি শ্রমিক বাস করতেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে মৃতেরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের খুরশিদ আলী (৪৮), একই জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামের মোহাম্মদ ইসলাম (৩২) ও মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মাগুরা গ্রামের কামাল উদ্দিন (৫১)। 

মৃতরা সবাই একই মালিকের কাছে দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হোসেন।

বাংলাদেশ দূতাবাস তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।