শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আগামী মার্চ থেকে কলকাতা-ঢাকা নৌপথে জাহাজ চলবে

নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

কলকাতা থেকে জলপথে ঢাকা যাওয়া সম্ভব হবে নতুন বছর থেকেই। ২০১৯-এর মার্চ থেকেই কলকাতা-ঢাকা নদী পর্যটন শুরু হয়ে যাবে। এরপরই নৌপথে যাতায়াত শুরু করা যাবে।

‘অক্টোবরে দুদেশের সচিব পর্যায়ে এই সংক্রান্ত বৈঠক হয়েছে।’ কলকাতায় এসে একথা জানিয়েছেন ভারতের আভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ (IWAI- Inland Waterways Authority of India)-র সদস্য এসভিকে রেড্ডি।

গত রবিবার তিনি জানান, ‘আপাতত একটি ক্রুইজ চালানো হবে কলকাতা-ঢাকার মধ্যে। কলকাতা-সুন্দরবন হয়ে বাংলাদেশ পৌঁছবে ক্রুইজটি।’ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নির্ধারিত নৌপথে পণ্য চলাচল সুবিধার জন্য প্রচলিত ‘প্রোটোকল রুট’ অনুযায়ী চলবে ওই ক্রুইজ।

কলকাতা থেকে রওনা দিয়ে, নামখানা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা পৌঁছবে ক্রুইজটি। গোটা সফরে মোট ৬-৭ দিন সময় লাগবে।

প্রসঙ্গত, এর জেরে ভারত ও বাংলাদেশ উভয়ই উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর জেরে দুদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও আরও সহজ হবে। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও পণ্য পরিবহণ সহজে করা সম্ভব হবে।

ভারত-বাংলাদেশ ক্রুইজ পরিষেবা প্রদানকারী সংস্থা Vivada-র অধিকর্তা আর সুশীলা জানিয়েছেন, ‘আসামের ধুবুড়ি হয়ে বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ সম্ভব।’

প্রসঙ্গত, কলকাতা ও উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি চেন্নাই থেকেও কক্সবাজার পর্যন্ত ক্রুইজ পরিষেবা চালু করতে উদ্যোগী দুই দেশ।