রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিসেম্বরে আসছে কোয়ালকমের ফাইভ জি চিপসেট

নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

ডিসেম্বরে বাজারে আসছে স্মার্টফোনের বিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের ফাইভ জি চিপসে।

চিপটি অবমুক্ত করার জন্য ৪ ডিসেম্বর হাওয়াই দিবে টেক সামিটের আয়োজন করেছে।

এই ইভেন্টে নতুন স্ন্যাপড্রাগন ৮১৫০ ফ্লাগশিপ চিপসেট প্রদর্শন করা হবে। কোয়ালকমের সর্বশেষ ফ্লাগশিপ চিপসেট ছিল স্ন্যাপড্রাগন ৮৪৫।

টেক পোর্টালগুলোর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চিপসেট স্ন্যাপড্রাগন৮১৫০ নামে ডাকা হলেও এটি স্ন্যাপড্রাগন ৮৫৫ নামে বিক্রি হবে। গ্যালাক্সি এস টেন ফোনে প্রথম এই চিপসসেট ব্যবহার হবে। আগামী বছর ফেব্রুয়ারী অথবা মার্চ মাসে বাজারে আসবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস টেন।

স্ন্যাপড্রাগন ৮১৫০ চিপসেটে মোট ৮টি কোর থাকবে। আগের থেকে ৩০ শতাংশ বেশি শক্তিশালী এই স্মার্টফোন। এছাড়াও নতুন এই চিপসেটে থাকবে ফাইভ জি সাপোর্ট।