সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাতারে প্রবাসীদের সচেতনতামূলক সেমিনার 

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

কাতারে-প্রবাসীদের-সচেতনতামূলক-সেমিনার 

কাতারে-প্রবাসীদের-সচেতনতামূলক-সেমিনার 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাতার সরকারের বিভিন্ন পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

রোববার (২৭ জুন) কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এক ওয়েবিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। এসময় তিনি ভিডিও বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদেরকে কাতারের স্থানীয় আইনকানুন মেনে চলার জন্য বিশেষভাবে আহবান জানান। 

তিনি বলেন, আইনকানুন মানতে হলে তা আগে জানতে হবে। না জানার কারণে অনেক সময় প্রবাসীরা কাতারে বিভিন্ন ভোগান্তি বা জটিলতার মুখোমুখি হন, যা কখনো কাম্য নয়।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের সচেতনতার জন্য ধারাবাহিক ওয়েবিনারের এটি ছিল প্রথম পর্ব। এতে মাদক সম্পর্কে বিস্তারিতভাবে সচেতনতামূলক প্রচারণা তুলে ধরেন মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনী পর্বে বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা এই ওয়েবিনার সঞ্চালনা করেন। বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার উদ্যোগে এই ওয়েবিনারের আয়োজন প্রবাসী বাংলাদেশিদেরকে সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রবাসীরা।