নিউইয়র্কে ইতিহাস গড়ছেন দুই বাংলাদেশি নারী
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
নিউইয়র্কে-ইতিহাস-গড়ছেন-দুই-বাংলাদেশি-নারী
সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে ‘র্যাঙ্কড চয়েজ ভোটে জয়ের পথে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ।
আগামী ২ নভেম্বর সাধারণ বা চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে শাহানা হানিফ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারি নির্বাচনে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।
এরআগে মঙ্গলবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলে আগাম ও মেইল ভোট।
তবে মঙ্গলবার রাত ৯টার পর ফল গণনায় সিটি কাউন্সিল নির্বাচনে একমাত্র শাহানা হানিফ এগিয়ে রয়েছেন। ডিস্ট্রিক্ট ৩৯-এ সরাসরি ভোটে (ইন-পারসন) ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৩২ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়েছেন তিনি। শাহানা পেয়েছেন মোট ১০ হাজার ৬৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ব্রেনডন ওয়েস্ট পেয়েছেন ২২ দশমিক ৫২ শতাংশ, অর্থাৎ ৭ হাজার ৪২৭ ভোট। এই ডিস্ট্রিক্টে আরেক বাংলাদেশি প্রার্থী মামনুন হক পেয়েছেন এক হাজার ৩৫৪ ভোট।
অন্যদিকে কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মাইকেল গোল্ডম্যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট ভোটের ৯৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গোনা হয়েছে। এরমধ্যে সোমা পেয়েছেন ৭৪ হাজার ৪৮৭ ভোট। অর্থাৎ তিনি মোট ভোটের ৫০ দশমিক ৯২ শতাংশ পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী গোল্ডম্যান পেয়েছেন ৭০ হাজার ৭১৪ ভোট, যা মোট ভোটের ৪৮ দশমিক ৩৭ শতাংশ। অবশিষ্ট ভোটের জন্য অপেক্ষা করতে হতে পারে আগামী ২৯ জুন পর্যন্ত।
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র পদের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান ব্রুকলিন বরো প্রেসিডেন্ট ও সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস। তিনি ৯৬ দশমিক ৬২ শতাংশ ভোটের ৩১ দশমিক ৬৬ শতাংশ পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মায়া উইলি পেয়েছেন ২২ দশমিক ২২ শতাংশ ভোট। এ পর্যন্ত ফলাফল পর্যবেক্ষণ করে জানা গেছে, এরিক অ্যাডামই হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির পরবর্তী নগর পিতা। কারণ প্রাইমারিতে প্রার্থী তিনিই নির্বাচিত হবেন।