কাতারে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
কাতারে-বাংলা-টিভির-প্রতিষ্ঠাবার্ষিকী-উদযাপন
দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে বাংলাদেশ সোশ্যাল ক্লাব কাতারের প্রেসিডেন্ট হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ইএম আকাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কলামিস্ট নুর মোহাম্মদ (নুর), ইঞ্জিনিয়ার আকতার জামান মামুন, মানিক হোসেন, দেলোয়ার হোসেন ভুইয়া এবং মাহমুদুল হাসানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স লিমুজিনের চেয়ারম্যান শাহ আলম খান, কাতার বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংবাদিক সম্পাদক আমিন বেপারীসহ অন্যান্যরা।
এসময় ২০২০/২০২১ সালে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাতারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় মানবিক কাজ, সমাজসেবা, খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে বিশেষ সম্মানা স্বারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলা টিভির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা বাংলা ভাষা ও সংস্কৃতিকে এগিয়ে যাওয়ার সহায়ক ভূমিকা পালন করছে বিশেষ করে প্রবাসীদের খবরাখবর নিয়ে প্রতিদিন বিশ্ববাংলা সংবাদ অনেক তথ্যবহুল।
সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, শাহ আলম খান, ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্প অঞ্জু পাল ও প্রবাসী শিল্পী সৌম্য সিকদার।