মালয়েশিয়ায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে বাংলাদেশি নিহত
প্রকাশিত : ১২:০০ এএম, ২১ জুন ২০২১ সোমবার
মালয়েশিয়ায়-নির্মাণাধীন-ফ্লাইওভার-ধসে-বাংলাদেশি-নিহত
স্থানীয় সময় শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সুঙ্গাইবুলু কোটা দামনসারার নিউ ক্লাং ভ্যালি এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ার পর ২ বাংলাদেশি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
পরে আহত ২ বাংলাদেশিকে সুঙ্গাইবুলু হাসপাতালে ভর্তি করা হলে পরদিন রোববার (২০ জুন) বিকেল ৪টার দিকে স্থানীয় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার কারণে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ স্থগিত করা হয়। এসময় দামনসারা-শাহ আলম এলিভেটেড হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে গেলে আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় মালয়েশিয়ান হাইওয়ে অথরিটি (এলএলএম) এবং কনসাল্টিং ইঞ্জিনিয়ার জাইদুন লিং এসডিএন বিএইচডিকে (জেডএলএসবি) স্ক্যাফোল্ডিং ধসের বিষয়ে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ সুঙ্গাইবুলু হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।