সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় আক্রান্ত হয়ে কাতারে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত : ১২:০০ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

করোনায়-আক্রান্ত-হয়ে-কাতারে-বাংলাদেশি-যুবকের-মৃত্যু

করোনায়-আক্রান্ত-হয়ে-কাতারে-বাংলাদেশি-যুবকের-মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি যুবক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুবকের নাম সোহরাব হোসেন শান (৩৯)।

গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় কাতারের হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, শানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুর ইউনিয়নে। তার পিতার নাম মো. আবু তাহের। তিনি কাতারে ফ্রান্স লিমুজিন নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে পিতা-মাতা ও স্ত্রীসহ সন্তান রেখে গেছেন শান।

সোহরাব হোসেন শানের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিসহ কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। দূতাবাসের সহযোগিতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই দেশে মরদেহ পাঠাবো হবে বলে জানা গেছে।