সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত ওয়েবিনার

প্রকাশিত : ১২:০০ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার

দক্ষিণ-কোরিয়ায়-স্মার্ট-ফার্মিং-প্রযুক্তির-প্রয়োগ-সংক্রান্ত-ওয়েবিনার

দক্ষিণ-কোরিয়ায়-স্মার্ট-ফার্মিং-প্রযুক্তির-প্রয়োগ-সংক্রান্ত-ওয়েবিনার

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের (সিউল) উদ্যোগে সোমবার (২৪ মে) স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে স্মার্ট ফার্মিং প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত বিষয়টি সামনে রেখে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। আলোচক ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. মো. আবদুল জলিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক ড. মো. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. একে এম জাকির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) এসএসও ড. এম নাজিম উদ্দিন ও বাংলাদেশ জৈব কৃষি নেটওয়ার্কের সমন্বয়ক শাহাদাত হোসেন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম।

ওয়েবিনারে স্মার্ট ফার্মিংয়ের চারটি ক্ষেত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থাপনা করেন। তারা হলেন কাঙ্গওয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ড. ওবায়দুল কালাম আজাদ, দক্ষিণ কোরিয়ার পুকিয়ং জাতীয় বিশ্ববিদ্যালয়ের (পিএইচডি ফেলো) বিকাশ চন্দ্র রায়, সুনচন ন্যাশনাল ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ডক্টরাল ফেলো (পিএইচডি ফেলো) মহাববত আলী, দক্ষিণ কোরিয়ার চুঙ্গনাম ন্যাশনাল ইউনিভার্সিটির পোস্ট-ডক্টরাল গবেষক নাসিম রেজা। 

এছাড়াও স্মার্ট ফার্মিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থান, চ্যালঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এই উন্নত প্রযুক্তি ভিত্তিক জ্ঞান কাজে লাগিয়ে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আলোচকগণ।