সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি উবার চালক 

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

নিউইয়র্কে-দুর্বৃত্তের-হামলায়-আহত-বাংলাদেশি-উবার-চালক 

নিউইয়র্কে-দুর্বৃত্তের-হামলায়-আহত-বাংলাদেশি-উবার-চালক 

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে গত রোববার (২৩ মে) রাতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন বাংলাদেশি উবার চালক। 

আহত আসাদ উজ জামান রিপন ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ব্রঙ্কসের ২৭৬১ ব্রিগস অ্যাভিনিউ এলাকায় বসবাস করছেন। তাদের দেশের বাড়ি নাটোরের শিংড়ায়। তিনি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।

আসাদ উজ জামান রিপন বলেন, রাত প্রায় পৌনে ১২টার ঘটনা। ব্রঙ্কসের ২০৭ স্ট্রিট এবং ডিকেটর এলাকায় পিকআপে যাওয়ার পথে স্টপ সাইনে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে আরেকটি আমার গাড়িতে ধাক্কা মারে। গাড়ির দরজা খুলে নামতেছি এমন সময় ওই গাড়ি থেকে দুজন বলে, ‘তোর গাড়ির কিছুই হয়নি, তাড়াতাড়ি মুভ কর’। আমি পুলিশকে কল দেয়ার কথা বলতেই চোখে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন তারা। পরে গাড়িতে করে পালিয়ে যায় ওই দুজন। ৯১১ এ কল দিলে পুলিশ আমাকে উদ্ধার করে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার (২৫ মে) সকাল ৭টায় আমাকে রিলিজ দেয়।