বার্লিনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শিত
প্রকাশিত : ১২:০০ এএম, ২৬ মে ২০২১ বুধবার
বার্লিনে-বঙ্গবন্ধুকে-নিয়ে-প্রমাণ্যচিত্র-প্রদর্শিত
রোববার (২৩ মে) দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি’ শান্তি পদকে ভূষিত হওয়ার ৪৮তম বার্ষিকী পালন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতির পিতা, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীনতা অর্জনে সব শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত সব মা-বোনদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এর আগে ‘বিশ্বশান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পর্যায়ে প্রাপ্ত সম্মানসূচক ‘জুলিও-কুরি’ শান্তি পদকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।