প্রথমবারের মতো নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশি নারী
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার
প্রথমবারের-মতো-নিউইয়র্ক-পুলিশের-সার্জেন্ট-হলেন-বাংলাদেশি-নারী
প্রথমবারের মতো আমেরিকার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।
বৃহস্পতিবার ফেসবুক পেজে ফজিলাতুন নেসার একটি ছবি প্রকাশ করে তাকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। তার এই কৃতিত্বে সবাইকে বিষয়টি উদযাপনেরও আহ্বান জানানো হয় দূতাবাস থেকে।
নেসাকে নিয়ে ফেসবুক পোস্টটিতে লেখা হয়েছে, অভিনন্দন এনওয়াইপিডি পিএসএ-৪ এর সার্জেন্ট নেসা, প্রথম বাংলাদেশি মহিলা সার্জেন্ট। এছাড়াও প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হিসেবে নিয়োগ পাওয়া ফজিলাতুন নেসাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টও।
জানা গেছে, বাংলাদেশ থেকে ২১ বছর বয়সে আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমান ফজিলা। ইংরেজি বিষয়ে পড়াশোনা ও চাকরি দুটোই সমানতালে সামলেছেন তিনি। চাকরিতে বীরত্ব দেখিয়ে মর্যাদাসম্পন্ন সেঞ্চুরিয়ান অ্যাওয়ার্ডও পেয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে এক নারীকে ছাদ থেকে লাফ দেয়া থেকে রক্ষা করে আলোচনায় আসেন ফজিলা।