রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় সংগ্রহের পথে আইরিশরা

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

বড়-সংগ্রহের-পথে-আইরিশরা

বড়-সংগ্রহের-পথে-আইরিশরা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে পল স্টারলিং এর ব্যাটিং দৃঢ়তায় এখন পর্যন্ত ভাল অবস্থানে রয়েছে আইরিশরা। পল স্টারলিং তুলে নিয়েছেন ব্যাক্তিগত অর্ধশতক। 
 
টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং ফিল্ডিংয়ে পাঠান বাংলাদেশ দলকে। খেলার শুরুতে প্রাথমিক ধাক্কা খেলেও অধিনায়ক পল স্টারলিং এর ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহের পথে আয়ারল্যান্ড। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ১৬২ রান।

শুরুতে দুই প্রান্ত থেকে আক্রমনের দায়িত্ব পান রাহী-রুবেল। দলীয় ৩.৫ ওভারের মাথায় রুবেলের বলে লিটন দাসের ক্যাচ হয়ে সাজ ঘরে ফেরেন ম্যাককুলাম।  
 
এর পরই ক্রিজে আসেন ব্যালবার্লি। অধিনায়ক স্টারলিংকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটান এই দুই আইরিশ ব্যাটসম্যান। দুজন মিলে জুটি গড়েন ৩৬ রানের। ক্রমেই ভয়ানক হতে থাকা নতুন ব্যাটসম্যান ব্যালবার্লিকে ফিরিয়ে দেন রাহী। লিটনের হাতে ক্যাচ বানিয়ে নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন তিনি।

ব্যালবার্নির বিদায়ে খানিক ধাক্কা খেলেও ব্যাটসম্যান পোর্টারফিল্ডকে সঙ্গে নিয়ে বেশ ভালভাবেই  বিপদ উতরে যায় আইরিশরা। ব্যাক্তিগত ১৬ রানের মাথায় সাকিবের বলে পোর্টারফিল্ডের সহজ ক্যাচ ছাড়েন সাইফউদ্দিন। তারপর আর কোন সুযোগ তৈরি করতে পারেনি মাশরাফী-সাকিবরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৫ বলে ২ ছক্কা আর ৫ চারে ৮২ রানে ব্যাট করছেন তিনি। সতীর্থ পোর্টারফিল্ড অপরাজিত আছেন ৫৩ রানে। 

উল্লেখ্য আজ ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে মাশরাফি বাহিনী। একাদশের হয়ে খেলছেন লিটন দাস, সাইফউদ্দিন, মোসাদ্দেক সৈকত ও রুবেল হোসেন।

বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল,লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফী মোর্তজা, আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান

আয়ারল্যান্ড একাদশ
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, জেমস ম্যাককুলাম,  অ্যান্ডি ব্যালবার্নি, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল,বয়েড রনকিন, মার্কা এডায়ার, এবং ব্যারি ম্যাকার্থি,জস লিটল।



দৈনিক প্রভাতী/জাহা/সালি